
দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ভারতের স্পিন-দাপটের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সাইফ হাসানের লড়াকু ইনিংস সঙ্গ না পেয়ে শেষ পর্যন্ত ৪১ রানে হারতে হলো সাকিববিহীন দলকে।
টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ভারতের ওপেনার অভিষেক শর্মা খেলেন ৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস। তার ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কা। পাশে শুভমান গিল করেন ২৯ এবং হার্দিক পান্ডিয়া ৩৮ রান। মাঝপথে কিছুটা নিয়ন্ত্রণ আনলেও ভারত থামে ২০ ওভারে ১৬৮ রানে। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২ উইকেট, মোস্তাফিজ, তানজিম শাকিব ও সাইফউদ্দিন শিকার করেন একটি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। তানজিদ (১) ফেরেন বুমরাহর বলে। কিছুটা প্রতিরোধ গড়েন পারভেজ ইমন (২১), তবে একপ্রান্তে অবিচল ছিলেন সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৬৯ রান—৩ চার ও ৫ ছক্কায় সাজানো। কিন্তু সঙ্গ দিতে পারেননি অন্যরা। হৃদয় (৭), শামীম (০), জাকের (৪) ও সাইফউদ্দিন (৪) দ্রুত বিদায় নিলে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে অলআউট হয় দল, রান থামে ১২৭-এ। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট মাত্র ১৮ রানে। বুমরাহ ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট শিকার করেন।
শেষ পর্যন্ত ম্যাচের গল্প পরিষ্কার—ভারতের স্পিনের বাঁধনে আটকে যায় বাংলাদেশ ব্যাটিং। সাইফের লড়াই দলকে বাঁচাতে যথেষ্ট হয়নি। এই জয়ে ফাইনালের পথে ভারতের অবস্থান আরও দৃঢ় হলো, আর বাংলাদেশের জন্য সমীকরণটা দাঁড়াল প্রায় অসম্ভবের মতো।
এআরই/দেশবিদেশ