• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

এখন সময় বিএনপির: মির্জা ফখরুল

দেশবিদেশ প্রতিবেদক / ৬৫
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 25 at 11.39.42 AM

স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন“এখন সময় বিএনপির।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল লিখেছেন, “বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত।”

পোস্টে দলের কিছু প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি। সেগুলো হলো:

সংবিধান সংস্কার: ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মতামতের সম্মান।শুধু সুষ্ঠু নির্বাচন: প্রকৃত ফলাফল নিশ্চিত করা।
ক্ষমতা জনগণের হাতে: ক্ষমতার মালিক জনগণ, দল নয়।
দুই মেয়াদ যথেষ্ট: আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।
সংসদ সদস্যদের কণ্ঠ ফিরিয়ে দেওয়া: শুধু ভোট নয়, মতামতের অধিকারও নিশ্চিত করা।
কাগুজে ব্যালটই সমাধান: নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন ব্যবস্থা।
জনগণের জন্য প্রশাসন: একটি প্রকৃত জনবান্ধব প্রশাসন গড়ে তোলা।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বিএনপি, জামায়াত ও এনসিপির আরও পাঁচজন নেতা রয়েছেন।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ