
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ । আজ, ২৪ সেপ্টেম্বর রাত ৮:৩০ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ঠিক তার পরের দিনই ২৫ সেপ্টেম্বর লিটন বাহিনী পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে।
ফাইনালে উঠার জন্য টাইগারদের সামনে এখন একটি সহজ সমীকরণ রয়েছে। সুপার ফোরের বাকি দুই ম্যাচে অন্তত একটি জয়লাভ করলেই ফাইনালে প্রবেশ করবে বাংলাদেশ।
বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত, এর পরেই পাকিস্তান এবং তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। তিন দলই ২ পয়েন্ট নিয়ে শক্তিশালী অবস্থানে আছে, তবে পাকিস্তান ইতিমধ্যে ২টি ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশ এবং ভারত ১টি করে ম্যাচ খেলেছে।
বাংলাদেশ নিজেদের পরবর্তী দুই ম্যাচে ভারতের এবং পাকিস্তানের মুখোমুখি হবে। যদি তারা অন্তত ১টি ম্যাচে জয়লাভ করে, তবে তাদের পয়েন্ট হয়ে যাবে ৪, এবং একজন অপর দলের সঙ্গে ফাইনালে যাবে।
কিন্তু যদি বাংলাদেশ দুই ম্যাচেই পরাজিত হয়, তাহলে তাদের এলিমিনেশন নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে ফাইনালে যাবে পাকিস্তান এবং ভারত। শ্রীলঙ্কার ফাইনালের আশা নিভু নিভু হয়ে আছে। বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তবে লঙ্কানদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা বজায় থাকবে