• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার পক্ষে ৪৫ শতাংশ ভোটার

দেশবিদেশ ডেস্ক / ৫৪
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
election 2509241146

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশেরও বেশি মানুষ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আর্কাইভস মিলনায়তনে ‘জনগণের নির্বাচন-ভাবনা’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করে ইনোভিশন কনসাল্টিং। এ জরিপে সহযোগিতা করে ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন। ফলাফল উপস্থাপন করেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।

চলতি বছরের ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর এ জরিপ পরিচালিত হয়। এতে ৪৫ দশমিক ৭৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত। আর ৪৫ দশমিক ৫৮ শতাংশের মতে, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির অংশ নেওয়া ঠিক হবে না।

এর আগে একই প্রতিষ্ঠানের মার্চ মাসের জরিপে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ৬২ শতাংশ ভোটার। সেপ্টেম্বরে সেই হার কমে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৮ শতাংশে।

পছন্দের দল

ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করা ৪ হাজার ৭২১ জন ভোটারের মধ্যে—

বিএনপিকে পছন্দ করেছেন ৪১ দশমিক ৩ শতাংশ । জামায়াতকে বেছে নিয়েছেন ৩০ দশমিক ৩ শতাংশ। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৪ দশমিক ১ শতাংশ।  আওয়ামী লীগকে ভোট দিতে আগ্রহী ১৮ দশমিক ৮ শতাংশ । তবে মার্চের তুলনায় সেপ্টেম্বরে আওয়ামী লীগের প্রতি সমর্থন বেড়েছে প্রায় ৫ শতাংশ।

আওয়ামী লীগ না থাকলে সমীকরণ

জরিপ বলছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বিএনপি ও জামায়াতের ভোট বাড়বে। সে ক্ষেত্রে—বিএনপিকে ভোট দিতে চান ৪৫ দশমিক ৬ শতাংশ। জামায়াতকে ৩৩ দশমিক ৫ শতাংশ


এই বিভাগের অন্যান্য সংবাদ