• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

ছাত্রলীগের ছোটখাটো মিছিলও হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

/ ৫৫
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
Adviser for Home Affairs 2509241124

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্রলীগের ছোটখাটো মিছিলও আর হবে না। তিনি জানান, বুধবার ঢাকায় ছাত্রলীগের মিছিল হলে কমিশনার তাকে ফোন করেছিলেন। তখন তিনি নির্দেশ দেন, এসবকে আইনের আওতায় আনা হবে। তবে আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছে তারা। ভবিষ্যতে যাতে সহজে জামিন না পায়, সে চেষ্টা চলছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

অস্ত্র উদ্ধার অভিযান

তিনি বলেন, পুলিশের হাতে অস্ত্র উদ্ধারের বহু সফলতা এসেছে। তবে কিছু অস্ত্র এখনো বাইরে রয়েছে। পাহাড়ি এলাকার কারণে অভিযান কিছুটা কঠিন হলেও ফটিকছড়ি, রাউজানের মতো এলাকায় অভিযান অব্যাহত আছে এবং নির্বাচন পর্যন্ত চলবে।

নির্বাচন ও নিরাপত্তা

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, জনগণের ওপরও নির্ভর করে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সেটি কেউ আটকাতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও জোরদার করা হচ্ছে। ফেব্রুয়ারির নির্বাচনে সেনা সংখ্যা এক লাখে উন্নীত হবে। নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসারসহ সব বাহিনী মাঠে থাকবে।

দুর্গাপূজা

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ উৎসবের পবিত্রতা রক্ষায় প্রশাসনের নজরদারি থাকবে।

রোহিঙ্গা ইস্যু

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো জরুরি। বর্তমানে সীমান্তে মিয়ানমারের সেনারা নেই, পুরো এলাকা আরাকান আর্মির দখলে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

মাদক সমস্যা

তিনি জানান, আরাকান আর্মি মাদকনির্ভরশীল। সেখান থেকে প্রচুর মাদক বাংলাদেশে ঢোকে। এর পরিবর্তে চাল, শাক-সবজি, ওষুধপত্র যাচ্ছে। এ প্রবাহ বন্ধে আলোচনা চলছে। ফোর্স বৃদ্ধি করা হয়েছে, শিগগির মাদক সমস্যা কমে আসবে।


এই বিভাগের অন্যান্য সংবাদ