• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

মেয়র শাহাদাতের অভিযোগ, উপদেষ্টা আসিফ অফিসের ফাইল বাসায় নিয়ে গায়েব করে দেন

দেশবিদেশ প্রতিবেদক / ৪৭
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
file 1758553130

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিভিন্ন প্রকল্পের ফাইল মন্ত্রণালয় থেকে বাসায় নিয়ে যান এবং সেগুলো আর ফেরত আসে না। এতে প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে জামালখানে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ক্যাম্পাসে ‘পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মেয়র বলেন, “আমাদের তিনটি প্রজেক্ট এখনও এলজিআরডি মন্ত্রণালয়ে আছে। উপদেষ্টা সাহেব ফাইল দেখলেই তা মন্ত্রণালয়ে আর থাকে না, বাসায় নিয়ে যান। ফলে সই হয় না, কাজ এগোয় না। এটা আমার গত ১১ মাসের অভিজ্ঞতা।”

তিনি আরও জানান, অর্থ মন্ত্রণালয়ে গিয়ে ৪০০ কোটি টাকার যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প সংকুচিত হয়ে দাঁড়িয়েছে ২৯৮ কোটি টাকায়। এর মধ্যে মাত্র ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, বাকিটা সিটি করপোরেশনকে নিজস্ব উদ্যোগে জোগাড় করতে হবে। “আমরা তো সেবাধর্মী প্রতিষ্ঠান। এভাবে আমাদের ব্যর্থ করলে আসলে রাষ্ট্রই ব্যর্থ হয়,” মন্তব্য করেন মেয়র।

চসিকের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “জলাবদ্ধতা চট্টগ্রামের বড় সমস্যা। আমি এর ৫০-৬০ শতাংশ সমাধান করেছি। তারপরও যন্ত্রপাতি কেনার বরাদ্দ পাচ্ছি না। উপদেষ্টা ফাওজুল কবির খান বলছেন, আগে জলাবদ্ধতার পুরো সমাধান হোক, তারপর ভাববেন। এখানে কথার পেছনে আরও কথা থাকে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেন, “সরকারের রাজস্ব সীমিত। আমরা বাজেটের জন্য ফাইন্যান্স মিনিস্ট্রির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করি। তাই যা বরাদ্দ এসেছে, সেটা নিয়েই কাজ শুরু করা উচিত। চট্টগ্রামের মানুষকে বঞ্চিত করা যাবে না।”

সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকসহ অনেকে।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ। পরে একটি শোভাযাত্রা বের করা হয়।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ