
দেশি কাপড় পাকিস্তানি বলে বিক্রিসহ নানান অপরাধে আর্টস অব পিয়াসহ চট্টগ্রামের চকবাজার এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযান সূত্রে জানা যায়, বালি আর্কেডের ‘আর্টস অব পিয়া’ অনলাইনে অর্ডার নেওয়ার পরও পণ্য সরবরাহ না করা ও টাকা ফেরত না দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়। এছাড়া দোকানে দেশি কাপড় পাকিস্তানি বলে প্রচার, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রি ও লেবেলবিহীন দ্রব্য রাখায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, নিষিদ্ধ রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রির অপরাধে ‘ফেয়ারি’ নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পৃথক অভিযানে রান্না করা খাবার কাঁচা মাছের সঙ্গে রাখায় ‘এরিস ফুড’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় ফুলকলিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এআরই/দেশবিদেশ