• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

চট্টগ্রামের আলমাস সিনেমা হলের জায়গায় ১০ তলা ইনডোর স্টেডিয়াম

দেশবিদেশ প্রতিবেদক / ৫৮
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
P 1 1 18 696x521 1

চট্টগ্রামের আলমাস সিনেমা হলের জায়গায় নির্মিত হতে যাচ্ছে ১০ তলা ইনডোর স্টেডিয়াম। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রকল্পটি বাস্তবায়ন করবে। বিভিন্ন ইনডোর গেমসের পাশাপাশি স্টেডিয়ামের সর্বোচ্চ তলায় থাকবে দুটি আধুনিক সিনেপ্লেক্স—‘আলমাস’ ও ‘দিনার’।

সূত্র জানায়, ১৯৬৭ সালে কাজীর দেউড়ি এলাকায় প্রতিষ্ঠিত আলমাস সিনেমা হল একসময় নগরীর বিনোদনের প্রধান আকর্ষণ ছিল। স্বাধীনতার পর এটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে আসে। তবে দেশের অন্যান্য হলের মতো এরও অবনতি ঘটে এবং ভবনটি নাজুক অবস্থায় পড়ে থাকে।

নতুন প্রকল্পে প্রতিটি তলায় আলাদা খেলার সুযোগ থাকবে। ব্যাডমিন্টন, বাস্কেটবল, ভলিবল, স্নুকার ও টেবিল টেনিসের জন্য নির্দিষ্ট স্পেস রাখা হচ্ছে। সর্বোচ্চ তলায় সিনেপ্লেক্স তৈরি করা হবে আধুনিক প্রযুক্তিনির্ভর সিনেমা প্রদর্শনের জন্য, যা পুরনো ঐতিহ্য ধরে রাখবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক বলেন, “চট্টগ্রামের তরুণ সমাজের ক্রীড়া চর্চা ও সুস্থ বিনোদনের জন্য এটিকে নতুন ঠিকানা হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি দ্রুততম সময়ে প্রকল্পের কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইনডোর স্টেডিয়াম ও সিনেপ্লেক্স মিলিয়ে এ উদ্যোগ চট্টগ্রামের নগরজীবনে নতুন মাত্রা যোগ করবে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ