
২০২৫ সালের ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠান আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ বছর উসমান ডেম্বেলে ও লামিনে ইয়ামাল তাদের অসাধারণ পারফরম্যান্সের কারণে শীর্ষ প্রার্থী হিসেবে ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
ডেম্বেলে প্যারিস সেন্ট-জার্মেইতে গত মৌসুমে ৩৫ গোল ও ১৪ অ্যাসিস্টের সঙ্গে দারুণ ফর্ম দেখিয়েছেন। অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ১৮ গোল ও ২১ অ্যাসিস্টে নজর কাড়েন।
চূড়ান্ত শীর্ষ ১০ প্রার্থীর তালিকা:
১. উসমান ডেম্বেলে (পিএসজি)
২. লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
৩. ভিতিনহা (পিএসজি)
৪. রাফিনহা (বার্সেলোনা)
৫. আশরাফ হাকিমি (পিএসজি)
৬. মোহাম্মদ সালাহ (লিভারপুল)
৭. নুনো মেন্ডেস (পিএসজি)
৮. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)
৯. কোল পামার (চেলসি)
১০. জিয়ানলুইগি ডোনারুম্মা (ম্যানচেস্টার সিটি)
ফুটবল সমর্থকদের নজর এখন মূলত ২২ সেপ্টেম্বরের অনুষ্ঠানের দিকে, যখন এই প্রতিযোগিতা থেকে জানা যাবে কে দখল করবেন ২০২৫ সালের ব্যালন ডি’অর।
এমআর/দেশবিদেশ