• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

সাবেক ভূমিমন্ত্রীর চালকের বাসায় দুদকের অভিযান, উদ্ধার ২৩ বস্তা নথি

দেশবিদেশ প্রতিবেদক / ৪২
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509210529

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালক ইলিয়াসের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়।

দুদক কর্মকর্তারা জানান, ইলিয়াস আশঙ্কায় বাড়ি থেকে নথি সরিয়ে ওসমান তালুকদার নামে এক ব্যক্তির বাড়িতে রাখেন। পরে তালা ভেঙে সেখান থেকে বিদেশে অর্থপাচার ও দেশীয় ব্যবসার সঙ্গে জড়িত ২৩ বস্তা নথি জব্দ করা হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের এজিএম আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুদক। তাদের রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে— জাবেদ ও তার পরিবারের সদস্যরা আরামিট কর্মকর্তাদের নামে পাঁচটি নামসর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যাংক ঋণের নামে টাকা আত্মসাৎ করেন এবং বিদেশে পাচার করেন। ঘটনাটি ঘটে ২০১৯-২০ সালে, তিনি মন্ত্রী থাকাকালে।

আদালত ইতোমধ্যে জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিদেশে থাকা ৫০০টির বেশি বাড়ি-অ্যাপার্টমেন্ট-জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন। এছাড়া দেশে তাদের ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ, ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশও রয়েছে।

২০২৪ সালের অক্টোবরে আদালত সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ