• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

সাইফ-হৃদয়ের ব্যাটে হাসলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক / ১১৫
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 21 at 12.34.35 AM 1

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে রোমাঞ্চকর জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচজুড়ে ছিল উত্থান-পতনের ঝড়, যেখানে বোলিং-ব্যাটিংয়ের প্রতিটি ওভারেই লুকিয়ে ছিল নাটকীয়তা।

প্রথমে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং ধসের মুখে পড়ে লঙ্কানরা। তবে অধিনায়ক দাসুন শানাকার ঝড়ো ইনিংসে আবারও খুঁজে পায় ভরসা। সঙ্গে ছিলেন কামিন্ডু মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। তাদের ব্যাটে ভর করেই ১৬৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। টাইগারদের হয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন স্বরূপে—কিপ্টে বোলিংয়ে বারবার চেপে ধরেন প্রতিপক্ষকে।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশকে শুরুতেই কাঁপিয়ে দেন লঙ্কান বোলার নুয়ান থুসারা। মাত্র দুই বলে শূন্য রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর কাপ্তান লিটন দাস কিছুটা ছন্দ খুঁজলেও হাসারাঙ্গার শিকার হয়ে ফেরেন তিনি। তখনই মাঠে নামেন তৌহিদ হৃদয়। শুরুতে তাকে যোগ্য সঙ্গ দেন সাইফ। দুর্দান্ত ব্যাটিংয়ে সাইফ তুলে নেন ৬১ রান, যা দলকে এনে দেয় জয়ের ভিত। তবে তিনি ফিরে গেলে একক দায়িত্ব নেন হৃদয়। কামিন্ডু মেন্ডিসের এক ওভারে ১৬ রান তুলে ম্যাচ ঘুরিয়ে দেন এই তরুণ টাইগার। বিশেষ করে ১৫তম ওভারেই বদলে যায় খেলার গতি।

শেষ ওভারে দরকার ছিল মাত্র ৫ রান। জাকের আলীর প্রথম বলের বাউন্ডারিতে যখন জয় একপ্রকার নিশ্চিত, তখনই ঘটে নাটক। পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয় মাঠে। মনে হচ্ছিল জয় হয়তো হাতছাড়া হবে। কিন্তু নাসুম আহমেদের ব্যাটের শেষ খোঁচায় হাসলো বাংলাদেশ। তিন উইকেট হাতে রেখেই টাইগাররা নিশ্চিত করে দুর্দান্ত জয়।

এ যেন ক্রিকেট রোমাঞ্চের মঞ্চে এক অনবদ্য নাটক—যেখানে প্রধান চরিত্র সাইফ ও হৃদয়। তাদের ব্যাটে ভর করেই সুপার ফোরের প্রথম ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করল বাংলাদেশ।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ