• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

ফটিকছড়িতে মায়ের বিষপানে ৯ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৪৪
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
0d15bea1 b34f 4701 b1bc e97839b19369

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে মায়ের বিষপানে ৯ মাস বয়সী শিশু আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একইদিন দুপুরে পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কবির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আমেনা বেগম (৩৫) নিজেই বিষপান করেন এবং সেই বিষ শিশুকেও খাওয়ান।

দুপুরে অসুস্থ অবস্থায় মা-ছেলেকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়। সেখানে রাতেই শিশুর মৃত্যু হয়।

বর্তমানে আমেনা বেগম চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন। তিনি সুন্দরপুর ইউনিয়নের মুহাম্মদ ফিরোজের স্ত্রী।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমেনা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। মায়ের এই ভ্রান্ত আচরণের ফলেই শিশুর মৃত্যু ঘটেছে।”

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ