• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

দেশে অদৃশ্য শক্তির উত্থান নিয়ে শঙ্কা প্রকাশ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক / ৬০
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
1152b6c8 e21f 4493 94b6 f12a90b60963

দেশে স্বৈরশাসকের পতন ঘটলেও নতুন করে এক ধরনের ‘অদৃশ্য শক্তি’ মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের ধারা এগিয়ে নিতে দলের নেতাকর্মীদের এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখতে পারলে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে কিংবা বিভ্রান্তি ছড়াতে না পারে—সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

সংস্কার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারেরও আড়াই বছর আগে বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছিল। সংস্কার বিষয়ে কারও সঙ্গে বিএনপির মতপার্থক্য নেই, তবে সরকার অবশ্যই জনগণের রায়ের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হতে হবে।

তিনি বলেন, মানুষের অধিকার আদায় ও দেশের উন্নয়নে আর বসে থাকার সুযোগ নেই; এখনই সক্রিয় হওয়ার সময়।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ