
প্রায় তিন যুগ পর আবারও নির্বাচনী আমেজে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ইতোমধ্যেই ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঘোষণা করা হয় ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বাধীন প্যানেল ‘চাকসু ফর র্যাপিড চেইঞ্জ’। এতে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের শাখা সভাপতি মো. তামজিদ উদ্দিন, জিএস পদে শাখা ছাত্র মজলিশের সভাপতি সাকিব মাহমুদ রুমি এবং এজিএস পদে রোমান রহমান।
এদিন আরও ঘোষণা আসে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের। এতে ভিপি পদে ফরহাদুল ইসলাম, জিএস পদে ইয়াসিন উদ্দিন সাকিব ও এজিএস পদে শহীদুল ইসলাম শাহেদ লড়বেন।
এর আগে ঘোষিত আটটি প্যানেলের মধ্যে রয়েছে— ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ , ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বাম সংগঠনগুলোর ‘বৈচিত্র্যের ঐক্য’, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) সমর্থিত স্বতন্ত্র প্যানেল, সার্বভৌম শিক্ষার্থী ঐক্য (স্বতন্ত্র), ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃত্বাধীন ‘দ্রোহ পর্ষদ’।
চাকসু ও হল সংসদের বিভিন্ন পদে মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪২৯ জন এবং হল সংসদে ৫০২ জন। ছেলেদের হলে ৩৫৬ জন ও মেয়েদের হলে ১৪৬ জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন।
আলাওল হল: ৩৩ , এফ রহমান হল: ৩৮, শাহজালাল হল: ৩৬ , শাহ আমানত হল: ৪৩, সোহ্রাওয়ার্দী হল: ৫৩ ,শহীদ আব্দুর রব হল: ৩১, মাস্টারদা সূর্যসেন হল: ৩৭,শহীদ ফরহাদ হোসেন হল: ৪৭, অতীশ দীপঙ্কর হল: ৩৮,শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল: ২১, শামসুন নাহার হল: ২২, প্রীতিলতা হল: ২৬, দেশনেত্রী খালেদা জিয়া হল: ৩১,বিজয় ২৪ হল: ২৯,নবাব ফয়জুন্নেছা হল: ১৭।
চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ছিল মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন, তবে তা পরিবর্তিত হয়ে রোববার নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে সোমবার। বাকি নির্বাচনসূচি অপরিবর্তিত থাকবে।
এআরই/দেশবিদেশ