
টানা ১০ দিন পানি ছাড়ার পর রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (গেট) বন্ধ করে দেওয়া হয়েছে। হ্রদের পানি কমে আসায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জলকপাটগুলো বন্ধ করা হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানি রয়েছে ১০৮ দশমিক ২২ ফুট মিন সি লেভেল। পাঁচটি ইউনিট চালু রেখে প্রতিদিন ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। এতে উৎপাদন হচ্ছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ।
এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে হ্রদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করলে ১০ সেপ্টেম্বর সব গেট খুলে দেওয়া হয়। তখন প্রতিদিন প্রায় ৬৩ হাজার কিউসেক পানি ছাড়া হতো, যার উচ্চতা ছিল সাড়ে তিন ফুট।
গত এক মাসে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তিন দফায় সব জলকপাট খুলতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এআরই/দেশবিদেশ