
চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিকাশ ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন (৪০) শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে দেলোয়ারের ‘সাথী এন্টারপ্রাইজ’ নামে একটি দোকান রয়েছে। সেখানে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি বিকাশ-নগদ লেনদেন করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শিকলবাহা ক্রসিং মোড়ে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে কুপিয়ে জখম করে তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা ও বিকাশ-নগদের লেনদেনের জন্য ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল বলে জানিয়েছেন দেলোয়ার।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে রাতেই ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
এআরই/দেশবিদেশ