• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

পটিয়ায় মিনিবাসের চাপায় নারী নিহত, আহত ৩

দেশবিদেশ প্রতিবেদক / ৩৯
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509181002

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে পথচারী এক নারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পটিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের অন্যান্য সংবাদ