• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ জন

দেশবিদেশ প্রতিবেদক / ২৪
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
fcf61c59 0cd1 4825 af65 a2e116447358

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটের ওই দোকানে এ বিস্ফোরণ ঘটে।

চন্দনাইশ ফায়ার সার্ভিস জানায়, চরতি ইউনিয়নের দোকানটিতে সিলিন্ডার আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট ধরালে হঠাৎ আগুন লেগে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই পুরো দোকানটি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দগ্ধরা হলেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, জরুরি বিভাগ থেকে দগ্ধদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ