• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

নিজস্ব প্রতিবেদক / ৩৩
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 17 at 4.57.57 PM

চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে। সাত দিনব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছেন মোট ২৪২ জন—বাংলাদেশের ১৫০ এবং যুক্তরাষ্ট্রের ৯২ সদস্য।

আইএসপিআর জানায়, ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন মহড়ার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সার্চ অ্যান্ড রেসকিউ, মেরিটাইম ও ফ্লাড অপারেশন এবং ক্রু রেসকিউ ম্যানেজমেন্টে।

মহড়ায় ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের মহড়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হলেও এতে বিদেশি প্রভাবের ছায়া স্পষ্ট হয়ে উঠছে।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ