• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

প্রিমিয়ার লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন এই মিসরীয় তারকা

মোহাম্মদ সালাহর নতুন উচ্চতায় উত্তরণ

ক্রীড়া প্রতিবেদক / ৯৪
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 16 at 4.50.49 PM

লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ইংলিশ ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন। প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।

১৪ সেপ্টেম্বর টার্ফ মুরে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে বার্নলির বিপক্ষে দলকে ১-০ গোলে জয় এনে দেন সালাহ। হ্যানিবল মেজব্রির হাতের বলের কারণে রেফারি পেনাল্টি দিলে তা থেকে সহজেই গোল করেন ৩৩ বছর বয়সী এই তারকা। জয় পেয়ে লিভারপুল যেমন শীর্ষে অবস্থান মজবুত করেছে, তেমনি সালাহর জন্য দিনটি হয়ে উঠেছে স্মরণীয়।

মে মাসে নতুন চুক্তিতে স্বাক্ষরের পর সালাহ এখন প্রিমিয়ার লিগে ১৮৮ গোলের মালিক। এতে তিনি ম্যানইউ কিংবদন্তি অ্যান্ডি কোলকে (১৮৭) ছাড়িয়ে যান। তার ওপরে আছেন শুধু ওয়েন রুনি (২০৮), হ্যারি কেন (২১৩) এবং অ্যালান শিয়ারার (২৬০)। অর্থাৎ, রুনিকে ধরতে দরকার মাত্র ২০ গোল, আর শিয়ারারের রেকর্ড ভাঙতে চাই ৭২ গোল।

২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে আসার পর থেকেই সালাহ নিজেকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন। চেলসিতে ব্যর্থ অধ্যায়ের পর তিনি প্রমাণ করেছেন নিজের সক্ষমতা। এখন তিনি থিয়েরি অঁরি, সার্জিও আগুয়েরো, রবি ফাউলারের মতো কিংবদন্তিদের ছাড়িয়ে শীর্ষ চারে জায়গা পাকা করেছেন।

শুধু তাই নয়, সালাহ লিভারপুলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বাধিক গোল, টানা সর্বাধিক হোম ম্যাচে গোল এবং ম্যানইউর বিপক্ষে সর্বাধিক গোলের রেকর্ডও তার দখলে। নতুন মৌসুমে হুগো একিতি ও আলেকজান্ডার ইসাক আসলেও, ম্যাচ উইনার হিসেবে লিভারপুল এখনো ভরসা রাখছে সালাহর ওপরই।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ