• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন

চাকসু নির্বাচন: মনোনয়ন সংগ্রহের শেষ দিনে উৎসবমুখর ক্যাম্পাস

/ ৪২
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
1758009462.cu

দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ক্যাম্পাসে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। কেউ স্বতন্ত্রভাবে, আবার কেউ প্যানেল গঠন করে মনোনয়ন সংগ্রহ করেন।

সকাল থেকে চাকসু কার্যালয়ে শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মনোনয়ন ফরম বিতরণ চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে শেষ দিনেও ছাত্রদল, ছাত্রশিবির ও বাগছাস এখনো কোনো প্যানেল ঘোষণা করেনি। অন্যদিকে, বাম সংগঠনগুলো থেকে ‘দ্রোহ পর্ষদ’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের প্রার্থী রবিউল ইসলাম বলেন, “আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। তবে আমি মনোনয়ন সংগ্রহ করেছি। সুযোগ পেলে সাধারণ শিক্ষার্থীর অধিকার আদায়ে কাজ করবো এবং ক্যাম্পাসের সমস্যাগুলো সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।”

পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ রহমান রাসেল জানান, “বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা খাবারের মান। আমি নির্বাচিত হলে হলের ডাইনিং সমূহের খাবারের মানোন্নয়নে কাজ করবো।”

চাকসু নির্বাচনে সোমবার পর্যন্ত মোট ১৬৯টি মনোনয়ন ফরম সংগ্রহ হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে ৯৭টি, ছাত্র হল সংসদে ২৬টি এবং ছাত্রী হল সংসদে ৪৬টি।

তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সেদিনই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন। এর আগে সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর নির্বাচন হয়েছিল, যেখানে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক (জিএস) হয়েছিলেন আজিম উদ্দীন।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ