
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা থাকলেও মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে চিত্র ছিল কিছুটা ব্যতিক্রমী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের বিভিন্ন পদে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তবে এর মধ্যে অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী।
বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী মনোনয়ন নেননি। যদিও তৃতীয় দিনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ফরম সংগ্রহ করেছেন। তবে দলীয় প্যানেল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। শিবিরের প্রভাবশালী নেতারা মনোনয়ন নিলেও ছাত্রদলের আলোচিত কোনো নেতা এগিয়ে আসেননি। ফলে প্রশ্ন উঠেছে— ডাকসু ও জাকসুতে অংশ নিতে না পারার হতাশা থেকে কি এবার চাকসু নির্বাচনে পিছিয়ে থাকছে ছাত্রদল?
এ বিষয়ে ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী এক নেতা বলেন, “আমরা আপাতত আলাদাভাবে মনোনয়ন নিচ্ছি। দ্রুতই প্যানেল ঘোষণা করা হবে।”
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
এআরই/দেশবিদেশ