• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল থেকে ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৪১
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509160938 1

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন বড়পুল মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার পর এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি জানান, যুবলীগ নেতা আসিফ মাহমুদের নেতৃত্বে একদল ব্যক্তি মশাল, লাঠি ও ইট-পাটকেল নিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এতে মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০) গ্রেপ্তার হন। তবে আরও কয়েকজন পালিয়ে যায়।

অভিযানকালে পুলিশ আগুনে পোড়ানো পাঁচটি বাঁশের মশাল, ১১টি ইটের টুকরা, একটি ভিভো এবং একটি রেডমি মোবাইল ফোন জব্দ করে।

ওসি আফতাব উদ্দিন বলেন, “গ্রেপ্তার ব্যক্তিরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।”

ঘটনার পর বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা (নং-১২, তারিখ-১৬/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ