
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক চলে।
প্রায় ১৮ বছর পর নিজ কর্মস্থল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন বাবর। প্রবেশের সময় তিনি তাঁর দায়িত্বকালীন সময়ে ব্যবহৃত পুরোনো লিফট ব্যবহার করলেও বৈঠক শেষে বের হওয়ার সময় নামেন নতুন লিফটে।
প্রাথমিকভাবে সৌজন্য সাক্ষাতে একাধিক কর্মকর্তা উপস্থিত থাকলেও কিছু সময় পর সবাইকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও বাবর প্রায় দুই ঘণ্টা একান্তে আলাপ করেন।
বৈঠকে বাবর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পেরে তিনি আনন্দিত। এ সময় তিনি পুলিশের সরাসরি এএসআই নিয়োগ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। বাবরের মতে, আগে কনস্টেবল, এসআই ও এএসপি পর্যায়ে সরাসরি নিয়োগ হতো, যা পুলিশের মনোবল রক্ষায় সহায়ক ছিল। নতুন এএসআই নিয়োগ পদ্ধতি সে মনোবলে প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে আইজিপি বাহারুল আলমও উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর বাবরের এ সফরকে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বিশেষ গুরুত্বে দেখা হচ্ছে।
২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন বাবর। সেই সময়ে তিনি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তবে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় পরবর্তীতে তার নাম আসামির তালিকায় যুক্ত হয়।
২০১৮ সালের ১ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায়ে বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রায় সাড়ে ১৭ বছর কারাবাসের পর ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে মামলাটি থেকে খালাস দেন। সব মামলায় খালাস পাওয়ার পর ২০২৫ সালের ১৬ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এআরই/দেশবিদেশ