• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন

চাকসু নির্বাচন: প্রথম দিনেই ৭ জন ভিপি প্রার্থীসহ ২৬ মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক / ৪৩
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
image 232608 1757411340

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের  মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ২৬ জন প্রার্থী ফরম গ্রহণ করেছেন, এর মধ্যে ৭ জন ভিপি পদে প্রার্থী।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন ২৬ জনের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৭ জন ভিপি এবং জিএস ও এজিএস পদে ২ জন করে প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বর্তমানে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং তিনি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রম আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। গত ২৮ আগস্ট প্রকাশিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ