
চট্টগ্রাম নগরীর বাদুরতলায় মহল্লা কমিটির উদ্যোগে এবং চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে “ক্লিন, গ্রিন ও হেলদি সিটি” গড়ার লক্ষ্যে বিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বাদে আসর হাজি রমজু মিয়া লেইনে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। তিনি বলেন, “সমাজের সবাই বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হলে জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলাল এবং সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল হোসেন জিসান।
এছাড়াও বিএনপি নেতা শাহআলম চৌধুরী, আবু বক্কর রাজু, ইনাম হোসাইন, আকবর হোসেন মানিক, খোরশেদ আলম, মোজাম্মেল হক, কুতুবউদ্দিন বেবী, সাজিদ হাসান রনি, রীদোয়ান হোসেন জনি, রেজাউল করিম, জহিরউদ্দিন জহিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে বিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।
এমএইচ/দেশবিদেশ