
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এবার নিয়ে টানা ১২১ বার পেছালো প্রতিবেদন দাখিলের দিন।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আদালতে প্রতিবেদন জমা দিতে পারেননি। এতে অসন্তোষ প্রকাশ করে আদালত আগামী ৩০ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন। একই সঙ্গে তদন্তে গতি আনতে সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে তদন্ত করে ব্যর্থ হয় থানার পুলিশ ও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই বছরের এপ্রিল মাসে হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
তবে রহস্য উদঘাটনে দীর্ঘদিনেও কোনো অগ্রগতি না হওয়ায় গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করারও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়া হয়।
এখনও পর্যন্ত মামলার তদন্ত শেষ না হওয়ায় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষ হতাশা প্রকাশ করে আসছে।
এআরই/দেশবিদেশ