• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

“একমতের পথেই নতুন বাংলাদেশ”: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক / ৫১
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 14 at 6.40.22 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন— ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে মহোৎসবের নির্বাচন, যা হবে জাতির সত্যিকার পুনর্জন্মের সূচনা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার আগে তিনি এক অনবদ্য দৃঢ়তায় বলেন,
“এটাই আমাদের একমাত্র সুযোগ। এটি গ্রহণ করতেই হবে। এর বাইরে অন্য কোনো পথ নেই। সমঝোতা, ঐক্য—নাম যাই হোক না কেন, নির্বাচন যখন আসবে, তখন সবাইকে একসঙ্গে যেতে হবে। এর মাঝে ভিন্নমতের কোনো অবকাশ থাকবে না।”

তিনি আরও দৃপ্ত কণ্ঠে জানান, নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এখানে ব্যর্থতার কোনো স্থান নেই, কারণ ইতিহাসের এই মুহূর্তে সফলতা অর্জন করতেই হবে।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ