• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

ইউরোপের বাছাইপর্বের ইতিহাসে অবিশ্বাস্য পাঁচটি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক / ৮৩
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
050bbe34 a813 4b30 a852 bdd459665e0b

ফুটবল বিশ্বে ইউরোপীয় বাছাইপর্ব সবসময়ই এনে দেয় নাটকীয়তা ও অঘটনের গল্প। কখনো ফেভারিট দল হোঁচট খেয়েছে, কখনো আবার দুর্বল দলগুলো ইতিহাস গড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে নরওয়ের জয় থেকে শুরু করে উত্তর মেসিডোনিয়ার জার্মানিকে হারানো পর্যন্ত, বাছাইপর্বের ইতিহাসে এমন কিছু ম্যাচ আজও আলোচিত।

নরওয়ে ২-১ ইংল্যান্ড (স্পেন ১৯৮২)

১৯৮২ সালের স্পেন বিশ্বকাপের বাছাইপর্বে ইংল্যান্ড ছিল অন্যতম ফেভারিট। অসলোতে ম্যাচের শুরুতে ব্রায়ান রবসনের গোলে এগিয়েও যায় তারা। কিন্তু রজার অ্যালবার্টসেন ও হলভার থোরেসেনের দুর্দান্ত গোল নরওয়েকে এনে দেয় ঐতিহাসিক জয়। ধারাভাষ্যকার বজর্ন লিলেলিয়ানের উচ্ছ্বসিত মন্তব্য আজও কিংবদন্তি হয়ে আছে।

বেলজিয়াম ১-১ লুক্সেমবার্গ (ইতালি ১৯৯০)

লুক্সেমবার্গের ফুটবল ইতিহাসে অন্যতম স্মরণীয় ম্যাচ এটি। বেলজিয়াম আগেই বিশ্বকাপ নিশ্চিত করলেও, লুক্সেমবার্গ ৮৫ মিনিটে গোল করে জয় কেড়ে নেয়। এটি ছিল বাছাইপর্বে তাদের অন্যতম সেরা সাফল্য।

ফ্রান্স ২-৩ ইসরায়েল (যুক্তরাষ্ট্র ১৯৯৪)

১৯৯৪ বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন প্রায় হাতের নাগালে নিয়েও হোঁচট খায় ফ্রান্স। শেষ ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে রুভেন আত্তারের গোলে ৩-২ ব্যবধানে হার মানতে হয়। ফলে বিশ্বকাপে জায়গা হয় না ফরাসিদের।

লিচেনস্টাইন ২-২ পর্তুগাল (জার্মানি ২০০৬)

ছোট দেশ লিচেনস্টাইন ফুটবল দুনিয়ায় চমক দেখায় এই ম্যাচে। প্রথমার্ধে দুই গোল খেয়ে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-২ সমতা আনে তারা। এই ড্র-ই হয়ে ওঠে তাদের ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি।

জার্মানি ১-২ উত্তর মেসিডোনিয়া (কাতার ২০২২)

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপজুড়ে শোরগোল ফেলে দেয় উত্তর মেসিডোনিয়ার জয়। গোরান পান্ডেভের গোলে এগিয়ে গিয়ে পরে ইলকে গুন্ডোগানের সমতায় থামলেও, শেষ মুহূর্তে এলজিফ এলমাসের গোল এনে দেয় অবিশ্বাস্য জয়।

এআরই/এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ