
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরি মামলার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে দুই সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে বিশেষ অভিযানে তাদের আটক করে আনোয়ারা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—রায়পুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আজিজুর রহমান বাবুল ওরফে বাবু (৪১) এবং একই ইউনিয়নের দুদু মিয়ার ছেলে মো. শওকত হোসেন (৩১)।
পুলিশ জানায়, মামলা নং ০৭(৯)২৫, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডের আলোকে তদন্তকালে সিসি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাদীর সনাক্ত করা ৩.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মালামাল বাদী সনাক্ত করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
এআরই/দেশবিদেশ