
টি-২০ এশিয়া কাপে গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ মাঠে নামবে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায়, আবু জায়েদ স্টেডিয়ামে।
এশিয়া কাপ শুরুর পর থেকেই বাংলাদেশকে নিয়ে নানা বিশ্লেষক ও সাবেক ক্রিকেটারদের মন্তব্য এসেছে। তবে বাংলাদেশ শিবিরে লক্ষ্য একটাই—ভালো খেলে জয়ের ধারা বজায় রাখা।
সংবাদ সম্মেলনে পেসার তানজিম সাকিব বলেন, “আমরা মাঠে সেরাটা দেয়ার চেষ্টা করব। কে কী বলল, তা নিয়ে ভাবছি না।” তিনি আরও জানান, শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজ ও বিশ্বকাপে পাওয়া জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।
ম্যাচের আগে বাংলাদেশ দল অনুশীলনের চেয়ে কৌশল ও টিম কম্বিনেশনের দিকেই বেশি গুরুত্ব দিয়েছে। নতুন উইকেটে মানিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রেখেছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, শ্রীলঙ্কা এশিয়া কাপ অভিযান শুরু করছে এই ম্যাচ দিয়েই। আফগানিস্তানের সঙ্গে রানরেটের প্রতিযোগিতা থাকায় প্রতিটি ম্যাচকে গুরুত্ব দিচ্ছে তারা। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানিয়েছেন, “আমরা দর্শকদের ভালো ও লড়াইপূর্ণ ম্যাচ উপহার দিতে চাই।”