• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৬১
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
nahidul 20250913125757

মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ও পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাত দেড়টার দিকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে, গ্রেফতারের পর নাহিদুল ইসলামকে তদন্ত সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে মূল আসামি হিসেবে নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ