• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

সাকিব কে ছুতে লিটনের অপেক্ষা শ্রীলংকার

/ ৫৯
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 13 at 2.37.18 PM

এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রতিপক্ষ শক্তিশালী, ফলে টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তবে এই ম্যাচে বাড়তি আলো থাকবে লিটন দাসের ওপর। দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছেন সাকিব আল হাসানের টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে।

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের রেকর্ড বিশেষ নজরকাড়া না হলেও, তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁক কিন্তু এসেছে এই দলের বিপক্ষেই। টানা ব্যর্থতা আর দলীয় হার কাটিয়ে ঠিক শ্রীলঙ্কার মাটিতেই দেখা মিলেছিল তার বিধ্বংসী রূপের। সেদিন ৫০ বলে খেলেছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস, ভাঙেন দলের ছয় ম্যাচের হার না মানার ব্যর্থতার ধারা। সেদিন থেকেই যেন নতুন করে নিজেকে চিনে নিয়েছিলেন লিটন, চিনিয়েছিলেন দলকেও।

পরে পাকিস্তান সিরিজটা তার জন্য সুখকর ছিল না, তবে সিলেটে আবারো ছন্দে ফেরেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে একের পর এক ম্যাচে অপরাজিত ইনিংস খেলে আত্মবিশ্বাস ফেরান। সেই ধারাবাহিকতাই দেখা গেল এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে, যেখানে বিপদে পড়া দলকে উদ্ধার করতে খেললেন ৩৯ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস।

২০২৫ সালে এখন পর্যন্ত লিটনের ব্যাট থেকে এসেছে ৪৭৬ রান, স্ট্রাইক রেট ১৩৬.১৭। টেস্ট খেলুড়ে দেশগুলোর ব্যাটসম্যানদের মধ্যে এ বছর সবচেয়ে বেশি রানও তার। শেষ চার ইনিংসে একবারও তিনি পঞ্চাশের আগে আউট হননি। আজ যদি সেই ছন্দ ধরে রাখতে পারেন, তবে ভাঙতে পারেন বড় মাইলফলক—সাকিব আল হাসানের ২৫৫১ রানের রেকর্ড। বর্তমানে লিটনের সংগ্রহ ২৪৯৬, মানে মাত্র ৫৬ রান দূরে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা টি-টোয়েন্টি ব্যাটার হয়ে যাওয়ার।

সাম্প্রতিক সময়ে লিটন হয়ে উঠেছেন বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা। তিনি রান করলে বাংলাদেশও হাসে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের রেকর্ড ভাঙা না ভাঙা যতটা গুরুত্বপূর্ণ নয়, তার চেয়েও বড় বিষয় হলো দলের আশা—লিটনের ব্যাটে আবারো আসুক সাফল্যের হাসি।

এমকেআর


এই বিভাগের অন্যান্য সংবাদ