
চট্টগ্রামের চন্দনাইশে সালিমা সুলতানা সাকি (১৮) নামের এক নববিবাহিত তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকি কামাল উদ্দিনের মেয়ে। তার স্বামী মো. সাইফুল ইসলাম সাবু (লোকমান গণির ছেলে) ঘটনার পর থেকে পলাতক।
পরিবারের অভিযোগ, সাইফুল তাকে হত্যা করে ঝুলিয়ে রাখে। স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্ক থেকে সাত-আট মাস আগে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পরও সাকিকে শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। শুক্রবার বিকেলে শ্বশুরবাড়িতে এসে কিছুক্ষণ পর সাবু চলে যান। পরে সাকিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক উর্মি চক্রবর্তী বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআরই/দেশবিদেশ