• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন

জাকসু নির্বাচনের ১৯ কেন্দ্রের ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক / ৪২
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
jak 20250913122822

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ২১ কেন্দ্রের মধ্যে ১৯ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

তিনি জানান, কাজী নজরুল ইসলাম হল ও রবীন্দ্রনাথ হলের ভোট গণনা চলছে। হাতে গণনা করায় সময় বেশি লাগছে বলে তিনি উল্লেখ করেন।

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, চূড়ান্ত ফলাফল সন্ধ্যা ৭টার দিকে ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন রাত সোয়া ১০টায় ভোট গণনা শুরু হয়ে টানা তিন দিন ধরে চলছে।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জনের মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে বয়কট, অনিয়মের অভিযোগ ও কমিশনারসহ চার শিক্ষকের পদত্যাগের ঘটনায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল।


এই বিভাগের অন্যান্য সংবাদ