• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

অ টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংএ টাইগারদের সংগ্রহ ১৩৯

ক্রীড়া প্রতিবেদক / ৭১
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250913 WA0171

সংযুক্ত আরব আমিরাতের আল জায়েদ স্ট্যাডিয়ামে হালের জনপ্রিয় নাগিন ডার্বি খ্যাত বাংলাদেশ শ্রিলংকা ম্যাচ চলমান। এশিয়া কাপের প্রথম পর্বের এই দ্বৈরথে টসে জিতে টাইগারদের ব্যাটিং এ পাঠান শ্রিলংকা।

গতকাল ই আন্তর্জাতিক টি-২০ ছুয়েছে নতুন মাইলফলক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংলিশরা করেছেন ৩০০ রান। চর এই অভিনব টি-২০ বিপ্লবের পরপর ই টাইগাররা মাঠে নেমেছেন আজ। নুয়ান থুসারার উপর্যুপরি আক্রমনে 0 রানে ২ উইকেট হারিয়ে শুরুতে ই বিপাকে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে লিটন দাস এর ধৈর্যশীল ২৮ রানের ইনিংস এবং জাকির-শামীমের অপরাজিত ৮৬ রানের পার্টনারশিপ এ ভর করে শেষ পর্যন্ত ১৩৯ রানে থামে ওভারের গন্ডি।

অবাক করার মতো বিষয়, আধুনিক টি-২০ এর এই বিপ্লবের সময়ে টাইগারদের ব্যাটিং ইনিংস এ ছিলো শুধুমাত্র একটি ছক্কা। সেটি আসে শামীম হোসাইনের ব্যাট থেকে।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ