
চট্টগ্রামের দেওয়ানহাটে অনুষ্ঠিত এক প্রাণবন্ত মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন ঘোষণা দিলেন- “সন্দ্বীপবাসীর উন্নত চিকিৎসা সেবার জন্য একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।”
বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) বাদে মাগরিব আইএবি কার্যালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও সন্দ্বীপের গণ্যমান্য ব্যক্তি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমজাদ হোসাইন বলেন—“সন্দ্বীপ বহুদিন ধরে চিকিৎসা অবহেলায় ভুগছে। আমার জীবনের অঙ্গীকার, সন্দ্বীপবাসীর জন্য একটি মানসম্মত হাসপাতাল গড়ে তোলা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাঈল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ–সভাপতি মাওলানা আবু বকর, সহ–সভাপতি হাফেজ মহিব্বুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আমীন রসুল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাস্টার মাকসুদুর রহমান, জমিয়তুল ফালাহ মসজিদের সম্মানিত ইমাম আলহাজ্ব মনসুরুল হক জিহাদী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ দিদারুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি মাওলানা মহিউদ্দিন আকবর আলী, সহ–সভাপতি মনজুর এলাহী শওকত, মাওলানা মুফতী মনিরুল আলম, ইয়েস গ্রুপের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহ এবং ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসীন আরাফাত ভূঁইয়া।
এমকেআর/দেশবিদেশ