• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

এশিয়া কাপ মিশনে হংকংয়ের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক / ৩৭
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250911 WA0016

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করছে তাদের টি-টোয়েন্টি এশিয়া কাপের অভিযানে। ১৯৮৬ সাল থেকে এই টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ, এবং তারা ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে রানার্সআপ হয়েছে। এবারে টাইগাররা প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য বাংলাদেশ ভরসা পাচ্ছে টানা তিন সিরিজ জয়ের ওপর। ‘বি’ গ্রুপে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে জয় অর্জন করে সুপার ফোরে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে তারা।

গত ২০২২ সালে আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোরে যেতে পারেনি টাইগাররা। তবে ২০১৬ সালে অনুষ্ঠিত ঘরের মাঠের টুর্নামেন্টে তারা প্রথমবারের মতো রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এবার শিরোপা জয়ই মূল লক্ষ্য।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সাজানো হতে পারে। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

স্পিন বিভাগে নিজেদের সাজাতে পারেন রিশাদ হোসেন ও শেখ মাহেদি। ওপেনিংয়ে নামতে পারেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। এছাড়াও একাদশে থাকতে পারেন লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারী।

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ সম্ভাব্য একাদশ হলো:

  • – তানজিদ হাসান তামিম
    – পারভেজ হোসেন ইমন
    – লিটন দাস (অধিনায়ক-উইকেটরক্ষক)
    – তাওহিদ হৃদয়
    – জাকের আলী অনিক
    – শামীম হোসেন পাটোয়ারী
    – শেখ মাহেদি
    – রিশাদ হোসেন
    – তানজিম হাসান সাকিব
    – তাসকিন আহমেদ
    – মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের এই একাদশ তাদের সম্ভাব্য সাফল্যের পথ খুলে দিতে সহায়ক হতে পারে, এবং দেশবাসী প্রত্যাশা করছে এবার শিরোপার মাহেন্দ্রক্ষণ।


এই বিভাগের অন্যান্য সংবাদ