• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

ডিবির জালে স্বাস্থ্যখাতের দুর্নীতির ‘আতঙ্ক’ মিঠু

/ ৩৮
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250911 WA0011

স্বাস্থ্যখাতের নামে কোটি কোটি টাকা লুটপাটের হোতা, বহুল আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে নাটকীয় অভিযানে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে।

ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানিয়েছেন, দুর্নীতির পাহাড় গড়ে তোলা এই বিতর্কিত ঠিকাদারকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে তুলে দেওয়া হবে।

দুদকের অনুমোদিত মামলার তথ্য ভয়ংকর চিত্র হাজির করছে। অনুসন্ধানে বেরিয়েছে—মিঠুর নামে জমি, ফ্ল্যাট, বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৮ কোটিরও বেশি টাকা। তার সঙ্গে আছে ব্যাংক হিসাব, শেয়ার বিনিয়োগ, গাড়ি, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৫৭ কোটি টাকা। সব মিলিয়ে তার স্থাবর ও অস্থাবর সম্পদের অঙ্ক গিয়ে ঠেকেছে ৭৬ কোটি টাকায়।

কিন্তু এখানেই শেষ নয়। পরিবারের ব্যয়সহ মোট সম্পদের হিসাব দাঁড়িয়েছে ১৪৭ কোটি টাকায়। অথচ বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭১ কোটি টাকার কিছু বেশি। বাকি প্রায় ৭৬ কোটি টাকার উৎস অজানা, অস্বচ্ছ ও সন্দেহজনক।
এ অভিযোগে দুদক আইন ২০০৪–এর ২৭(১) ধারায় মামলা হয়েছে তার বিরুদ্ধে।

মিঠুর দুর্নীতির ইতিহাস নতুন নয়। ২০১৬ সালের বহুল আলোচিত পানামা পেপারসেও উঠে এসেছিল তার নাম। অভিযোগ আছে—সরকারি কাজ ও সরবরাহে প্রভাব খাটিয়ে তিনি বহু বছর ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ