• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

সন্দ্বীপে বকেয়া বেতনের দাবিতে গ্রাম পুলিশের কর্মবিরতি

সন্দ্বীপ প্রতিনিধি / ১৬৫
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
Untitled design 2

চট্টগ্রামের সন্দ্বীপে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন গ্রাম পুলিশ সদস্যরা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার সব ইউনিয়নের গ্রাম পুলিশ একযোগে এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনিয়ন পর্যায়ে নবজাতক ও জন্মনিবন্ধনবিহীন শিশুদের নিবন্ধন নিশ্চিত না করা পর্যন্ত গ্রাম পুলিশের বেতন আটকে রাখার নির্দেশ দিয়েছেন। এতে চলতি মাসসহ গত চার মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।

আন্দোলনের নেতৃত্বদানকারী কামাল নামে এক গ্রাম পুলিশ বলেন, “আমাদের চার মাসের বেতন বকেয়া। জন্মনিবন্ধন করাতে না পারার কারণে ইউএনও আমাদের বেতন বন্ধ রেখেছেন। জনগণ জন্মনিবন্ধন করুক বা না করুক—এর সঙ্গে আমাদের বেতনের সম্পর্ক কী? সামান্য কিছু টাকা ভাতাই পাই, সেটাও বন্ধ করে দিলে পরিবার চালাবো কীভাবে?”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এই বিভাগের অন্যান্য সংবাদ