• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

অর্পণ আহ্বায়ক, বাবু সদস্য সচিব

চট্টগ্রামে যাত্রা শুরু করল বৃহত্তর নোয়াখালী পেশাজীবী কল্যাণ সমিতি

দেশবিদেশ প্রতিবেদক / ২৪২
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
Untitled design 1

চট্টগ্রামে অবস্থানরত বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন পেশাজীবীদের সৌহার্দ্যপূর্ণ সমাবেশে আত্মপ্রকাশ করেছে “বৃহত্তর নোয়াখালী পেশাজীবী কল্যাণ সমিতি”। নগরীর কাজির দেউড়ীর এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ. জ. ম. অর্পণকে আহ্বায়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও কমনওয়েলথ স্কলার ড. মোহাম্মদ সাহাবুদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব অহিদুন্নবী চৌধুরী বাবুকে সদস্য সচিব মনোনীত করা হয়।

আয়োজনে বক্তারা বলেন, ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং সমাজ ও পেশাজীবীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ সংগঠনের যাত্রা। সভায় আগামী ৬ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী নুরুল ইসলাম, আতিকুর রহমান তুহিন, নুরুন নবী, গার্মেন্টস ব্যবসায়ী কেফায়েত উল্যাহ জাবেদ, বন্দর উপসচিব হাবিবুর রসূল, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান আরিফ, রেজাউল করিম সোহেল, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, লায়ন ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন ও ডাক্তার ওমর ফারুক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহা. নুরুন নবী এবং সঞ্চালনা করেন আব্দুল কাদের। সমাবেশে সালাউদ্দিন রিপন, আবুল হোসেন, ব্যবসায়ী আজাদ আজিজ, আনোয়ার হোসেন, প্রণব পাল, নুর উদ্দিনসহ অসংখ্য অতিথি উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যের আবহে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই বিভাগের অন্যান্য সংবাদ