• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

কুমিল্লায় ভাড়া বাসায় কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৬৩
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
kk 1757319094

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪০) ও তার মেয়ে সুমাইয়া আফরিন (২২)। সুমাইয়া কুবির লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, নিহতদের ছেলে ফয়সাল আহমেদ রাত ২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, “দুইজনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানান, স্বামী নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে তাহমিনা বেগম ছেলে-মেয়েদের নিয়ে ওই বাসায় থাকতেন। বড় ছেলে আলামিন আহমেদ ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করেন। ছোট ছেলে ফয়সাল আহমেদ কুমিল্লা ইপিজেডে চাকরি করেন।

ফয়সাল জানান, তিনি শুক্রবার ঢাকায় যান স্ত্রীর কাছে। রোববার রাতে বাসায় ফিরে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে দরজা ধাক্কা দিলে খুলে যায়। ভেতরে ঢুকে দুই কক্ষে মা ও বোনের মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ