• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

ব্রাজিলীয় চ্যাম্পিয়নশিপে বাজারমূল্যের নতুন তালিকা: কাইও জর্জের উত্থান, নেইমারের পতন

মোঃ রায়হান, দেশবিদেশ স্পোর্টস / ৭০
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
5cea4676 0f5c 4189 8025 5f48c5e019cc

ট্রান্সফারমার্কেটের সর্বশেষ আপডেটে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সবার নজর কেড়েছেন কাইও জর্জ। ২১ ম্যাচে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করে ক্রুজেইরোর এই স্ট্রাইকার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের ফলে তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন এবং তার বাজারমূল্য ১০ মিলিয়ন ইউরো থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭ মিলিয়ন ইউরো।

কাইও জর্জ ছাড়াও ভাস্কোর রায়ান, ফ্লুমিনেন্সের মার্টিনেলি ও হারকিউলসের মূল্য বেড়েছে। করিন্থিয়ান্সের নতুন ফরোয়ার্ড গুই নেগাও ৫ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে অভিষেক করেছেন। বিপরীতে, ফ্ল্যামেঙ্গোর নিকোলাস ডি লা ক্রুজ, মাইকেল, মাতিয়াস ভিনা ও পেদ্রোর বাজারমূল্যে উল্লেখযোগ্য পতন ঘটেছে। নেইমারের অবস্থাও একই রকম—জাতীয় দলে অনুপস্থিতি ও ইনজুরির কারণে তার মূল্য ১ মিলিয়ন কমে ১১ মিলিয়নে নেমে এসেছে।

২৩ বছর বয়সী কাইও জর্জ ২০২১ সালে সান্তোস থেকে ৭ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে যোগ দেন। আঘাতের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর তিনি ২০২৪ সালের জুলাইয়ে ব্রাজিলে ফেরেন এবং দ্রুত ক্রুজেইরোর অন্যতম ভরসা হয়ে ওঠেন। ট্রান্সফারমার্কেটের ব্রাজিল ম্যানেজার মার্কোস ওয়াটস বলেন, “সে এখন ফিট, দ্রুত ও কার্যকর। জাতীয় দলে তার ডাক পাওয়া যৌক্তিক।”

যদিও কাইও জর্জের মূল্য বাড়লেও তিনি ব্রাজিলের সবচেয়ে দামী খেলোয়াড় নন। বোটাফোগোর দানিলো শীর্ষে আছেন ২৮ মিলিয়ন ইউরো নিয়ে। এরপর ইউরি আলবার্তো ও স্যামুয়েল লিনো (২২ মিলিয়ন), পালমেইরাসের ভিটর রোক (২০ মিলিয়ন) এবং ফ্ল্যামেঙ্গোর পেদ্রো (২০ মিলিয়ন)।

নেইমার ২০ ম্যাচে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করলেও ইনজুরি ও ফর্মহীনতার কারণে কোচ কার্লো আনচেলত্তির দলে তার জায়গা অনিশ্চিত। ওয়াটসের মতে, “নেইমার এখনও প্রতিভাবান, তবে বয়স ও ক্লাবের সংকট তার পারফরম্যান্সে প্রভাব ফেলছে।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ