• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর, ঘোষণা আট দলের স্কোয়াড

ক্রড়াি প্রতিবেদক / ১২০
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ffyt 20250904170156

এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অংশগ্রহণকারী আট দল ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে

দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান ও ওমান। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

দলভিত্তিক স্কোয়াড

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হার্শিত রানা, রিঙ্কু সিং।
রিজার্ভ: প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সোয়াল।

পাকিস্তান: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

আফগানিস্তান: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দরবিশ রাসুলি, সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, আল্লাহ গজনফর, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, নাভিন উল হক।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেয়ালিয়া খারোতি, আবদুল্লাহ আহমেদজাই।

ওমান: জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কলিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, করন সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।

হংকং: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত, জিশান আলী, নিয়াজাকাত খান, নসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, অংশুমান রাঠ, কালহান মার্ক চাল্লু, আয়ুশ আশিস শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, হারুন মোহাম্মদ আরশাদ, আলী হাসান, শহিদ ওয়াসিফ, গজনফর মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ, আনাস খান, এহসান খান।

শ্রীলঙ্কা: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নোয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডুনিথ ভেলালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নূয়ান তুশারা, মাতিশা পাথিরানা।

সংযুক্ত আরব আমিরাত: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, হরশিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মতিউল্লা খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহায়েব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরনজীত সিং, সগির খান।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ