• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে, স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার

দেশবিদেশ ডেস্ক / ৩৫
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
Jahangir

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, সাম্প্রতিক কয়েক দিনের ঘটনায় কিছুটা খারাপের দিকে গেছে। আগের জায়গায় ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি।”

রাজবাড়ীর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তাধীন বিষয়গুলো নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। কারও অবহেলা থাকলে তদন্তের পর তা প্রকাশ পাবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর নির্দোষ হলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

হাটহাজারী ও রাজবাড়ীর সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ব্যর্থ হইনি। যারা এসব করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। সমাজে অসহিষ্ণুতা বেড়েছে, সবাইকে ধৈর্যশীল হতে হবে।”

নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনগণ নির্বাচনের দিকে মুখী হলে কেউ তাদের বাধা দিতে পারবে না।


এই বিভাগের অন্যান্য সংবাদ