• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

হালিশহর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৫০
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509051206

চট্টগ্রাম নগরের এয়ারপোর্ট এলাকা থেকে হালিশহর থানার এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত স্বেচ্ছোসেবক লীগ নেতার নাম মো. আরজু (৩৩)। তিনি হালিশহর থানাধীন বড়পুল হাছান আলী মাজার এলাকার মো. সেলিম খানের ছেলে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তিনি স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে এবং এক মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি জানান, আরজুকে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ