• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

শারীরিক অবনতিতে নুর, হামলার তদন্তে তিন সদস্যের কমিশন

নিজস্ব প্রতিবেদক / ৫৯
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
nurul hoque nur 1

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থীর কারণে পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এ কারণে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে, হাসপাতালমুখী না হয়ে যার যার অবস্থান থেকে তার সুস্থতার জন্য দোয়া করতে।

এদিকে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সাচিবিক ও আর্থিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে কমিশনের কাজে যুক্ত করার এখতিয়ারও থাকবে মন্ত্রণালয়ের।


এই বিভাগের অন্যান্য সংবাদ