• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

বিচারকের সামনেই সাংবাদিক নির্যাতন, আইনের মন্দিরে আইনের ভগ্ন চিত্র?

নিজস্ব প্রতিবেদক / ৪৫
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250905 WA0026

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে এজলাসের উপস্থিত একদল আইনজীবীদের বিরুদ্ধে। আর এঘটনায় দেশ জুড়ে প্রশ্ন ওঠেছে তবে কী আইনের মন্দিরে আইনের ভগ্ন চিত্র?

বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে আনা হয়।প্রচলিত নিয়ম অনুযায়ী বিচারক আদালতে আসার পর আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়। এসময় গুটিকয়েক আইনজীবী সংঘবদ্ধভাবে সাংবাদিকদেরও ওই কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কয়েকটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আইনজীবী এজলাস কক্ষের অভ্যন্তরে কাউকে ঘিরে হট্টগোল শুরু করেন এবং উচ্চস্বরে সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন। অপর কয়েকজন তাদেরকে বাঁধা দিলেও সে বাধা ফলপ্রসু হচ্ছিলো না। এসময় ওই ভিডিওতে একজনকে উচ্চস্বরে ‘সাংবাদিককে মাইরেন না’ বলতেও শোনা যায়।

“এই ঘটনায় হামলার শিকার হয় সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম। ভুক্তভোগী সিয়াম বলছেন, সাংবাদিক পান্নার জামিন শুনানীর নিউজ সংগ্রহ করতে সেখানে উপস্থিত ছিলেন তিনি। কয়েকজন আইনজীবী বাজে ব্যবহার করে সাংবাদিকদের এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।নিজের পরিচয় দিয়ে কথা বলতে গেলে হঠাৎই কয়েকজন আইনজীবী তার ওপর হামলা করে বলে দাবিও করেন তিনি।”

ঘটনাস্থলে তৎসময়ে উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হাসান নয়ন জানান, ” আদালত কক্ষে শুনানীর আগে হঠাৎই হট্টগোল শুরু হয়। একজনকে মারধর করতে দেখে আমি গিয়ে তাকে সেইভ করার চেষ্টা করি। সেখানে আসলে কী হয়েছিল সে বিষয়ে আমি নিশ্চিতভাবে জানি না” ।


এই বিভাগের অন্যান্য সংবাদ