• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক / ৫৬
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
fire 2 20250905193320

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। “আমরা সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে খবর পাই। যেহেতু এটি সহিংসতার আগুন, তাই অনুমতি নিয়ে ঘটনাস্থলে যাই,” বলেন রোজিনা আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার পরপরই বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এর আগে গত শনিবার (৩০ আগস্ট) একই কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেদিন বিকেলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কার্যালয়ের সামনে এলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে কার্যালয়ের নিচতলার একটি স্টোররুম ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভানো হয়।

প্রসঙ্গত, এর আগে (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ