
চট্টগ্রামে স্বাস্থ্যসেবা অপ্রতুল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, দেশের প্রায় সব বিশেষায়িত হাসপাতাল ঢাকাকেন্দ্রিক হলেও চট্টগ্রামবাসীকে কেবল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে, যা দুর্ভাগ্যজনক।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি চট্টগ্রামে নতুন বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, “করোনা মহামারিতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবদান প্রশংসনীয়। তবে সামগ্রিকভাবে চট্টগ্রামে সরকারি-বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা অপর্যাপ্ত।”
তিনি আরও বলেন, ডাক্তারদের মানবিক, সৎ ও জবাবদিহিমূলক হতে হবে। “ডাক্তারদের কোনো দল থাকতে পারে না, সবার আগে তারা ডাক্তার,” উল্লেখ করেন তিনি।
নূরজাহান বেগম জানান, অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার স্বাস্থ্যখাতে উন্নয়ন অব্যাহত রেখেছে। ইতোমধ্যে হার্টের রিং ও ক্যান্সারের ওষুধসহ অনেক ওষুধের দাম কমানো হয়েছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে নার্সদের ইংরেজি ও জাপানি ভাষায় দক্ষ করে তুলতে কেয়ারগিভার প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গ্রান্ট ইন-এইড খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়। উপদেষ্টা হাসপাতালের এনআইসিইউ, পিআইসিইউসহ কয়েকটি বিভাগ ঘুরে দেখেন।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপদেষ্টার একান্ত সচিব ডা. মো. মনজুরুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল ইসলামসহ হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রফেসরগণ।
এআরই/দেশবিদেশ